Site icon Jamuna Television

দাউদকান্দিতে একজনের লাশ উদ্ধার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় দাউদকান্দিতে শাহ আলম (৫৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া মারকাজ মসজিদের পশ্চিম পাশের ডোবা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির মাথার পেছনের অংশে তিনটি আঘাতের ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাহ আলম উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের মৃত সুনো মিয়ার ছেলে।

তার বড় ছেলে রেজাউল করিম জানান, বাবা শহিদনগর সোনালী আঁশ জুট মিলে কাজ করত। কয়েক দিন হয় কাজ ছেড়ে দিয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় মিলের পুরোনো সহকর্মীদের সঙ্গে চা খাবে বলে। রাতে আর বাড়ি আসেনি। মঙ্গলবার সকালে খবর পাই বাবার লাশ পাওয়া গেছে। জানা মতে বাবার সঙ্গে কারও কোনো শত্রুতাও নেই।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হবে। নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত থাকায় প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিকভাবে বলা যাবে।

ইউএইচ/

Exit mobile version