Site icon Jamuna Television

নাভালনির মুক্তির জন্য পুতিন প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

নাভালনির মুক্তির জন্য পুতিন প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির মুক্তির দাবিতে পুতিন প্রশাসনের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে।

সোমবার হোয়াইট হাউজের বিবৃতিতে নাভালনিকে গ্রেফতারের নিন্দা জানানো হয়। তার মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

যদিও রাশিয়ার দাবি, নাভালনি সমর্থকদের ইন্ধন দিচ্ছে পশ্চিমারা। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগ তুলে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে মস্কো। নাভালনির মুক্তির দাবিতে আন্দোলনকে অযৌক্তিক ও বিপজ্জনক বলে আখ্যা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Exit mobile version