Site icon Jamuna Television

টাঙ্গাইলে শিশু অপহরণ-হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ-হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে শিশুকে অপহরণ ও হত্যা মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দশ বছরের সাজা দেয়া হয়েছে আরও দুই আসামিকে।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। যাবজ্জীবান সাজাপ্রাপ্ত আসামিরা হল, ঘাটাইল উপজেলার জাহাঙ্গীর হোসেন এবং গোপালপুরের গৌতুম চন্দ্র। এছাড়া হাসান আলী এবং সোহেলকে দেয়া হয়েছে ১০ বছর করে কারাদণ্ড।

মামলায় বলা হয়, ২০১৩ সালে শিশু সয়নকে অপহরণ করে আসামিরা। পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না পেয়ে হত্যা করে সয়নকে।

এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। দীর্ঘ স্বাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় দেন।

Exit mobile version