Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণহানি প্রায় ১৬ হাজার

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মোট প্রাণহানি ২১ লাখ ৬৫ হাজার ছাড়ালো। নতুনভাবে সোয়া ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। সবমিলিয়ে মোট সংক্রমিত ১০ কোটি ৮ লাখের ওপর।

মঙ্গলবার শুধু যুক্তরাষ্ট্রেই করোনাতে মৃত্যুবরণ করেন ৪ হাজারের কাছাকাছি; দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৩৫ হাজার ছাড়ালো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৬শ’র বেশি মৃত্যু দেখলো ব্রিটেন; এর মাধ্যমে দেশটির মোট প্রাণহানি এক লাখের চৌকাঠ পার করলো।

ব্রাজিলেও এদিন ১২শ’র ওপর মৃত্যু হয় কোভিডে; লাতিন দেশটিতে মারা গেছেন দু’লাখ ২০ হাজারের মতো। এদিন জার্মানিও হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে।

এছাড়াও, সাউথ আফ্রিকা-মেক্সিকো-রাশিয়া ও ইউরোপের বাকি দেশগুলোয় ৫ থেকে সাড়ে ৬শ’ পর্যন্ত ছিলো করোনায় প্রাণহানির সংখ্যা।

ইউএইচ/

Exit mobile version