Site icon Jamuna Television

মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত থাকুন, পুতিনকে বাইডেন

মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত থাকুন। ক্ষমতা গ্রহণের পর রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সাথে প্রথম ফোনালাপেই এ হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাশিয়ার গণমাধ্যমগুলোর দাবি, নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানোর জন্যেই ছিলো এ টেলিফোন। তাতে, সাম্প্রতিক সহিংস পরিস্থিতি, বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সাই নাভালনিকে গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন।

এছাড়াও, আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনাকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা নিয়েও রাশিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। একইসাথে, রুশ-মার্কিন পরমাণু অস্ত্রচুক্তি এবং সাইবার হামলা নিয়েও দুই প্রেসিডেন্টের মধ্যে আলাপ হয়। মস্কো অভ্যন্তরীণ ইস্যুগুলো প্রকাশ থেকে বিরত থাকলেও; হোয়াইট হাউস জানায় বিস্তারিত।

ইউএইচ/

Exit mobile version