Site icon Jamuna Television

চসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

বন্দরনগরীতে মোট ভোটার ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন। বড় দলের দুই প্রার্থী ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও ৭ প্রার্থী। এবার ৭৩৫ ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএম-এ হবে ভোট। এরমধ্যে ৪২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। বন্দরনগরীকে চারটি জোনে ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে পুলিশ সদস্যদের।

এছাড়াও, নগরজুড়ে টহল দিচ্ছে ২৫ প্লাটুন বিজিবি এবং ২০ জন ম্যাজিস্ট্রেট। আছে স্ট্রাইকিং ফোর্স। সবমিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে ভোটের মাঠে।

ইউএইচ/

Exit mobile version