Site icon Jamuna Television

কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেফতার

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা নগরীর চৌয়ারায় যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা মামলার দ্বিতীয় আসামি ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান।

আসামি আবদুস সাত্তার (৩৪) কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি ওই ওয়ার্ডের গোয়ালমথন এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর সকালে নগরীর চৌয়ারায় প্রকাশ্য দিবালোকে জিল্লুর রহমান জিলানীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদি হয়ে ২৪ ব্যক্তিকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর আবুল হাসানকে প্রধান ও সাত্তারকে দ্বিতীয় আসামি করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থেকে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়।

ইউএইচ/

Exit mobile version