Site icon Jamuna Television

ধাক্কা খেলো বাইডেনের অভিবাসন বিষয়ক সংস্কার কার্যক্রম

ধাক্কা খেলো জো বাইডেনের অভিবাসন বিষয়ক সংস্কার কার্যক্রম। ক্ষমতার ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন নতুন প্রেসিডেন্ট।

কিন্তু, মঙ্গলবার সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন দেন সাময়িক এ নির্দেশ। ফলে বৈধ কাগজপত্রহীন বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে।

বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনো শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন। আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন। যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিলো এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেয়ার নির্দেশনা।

ইউএইচ/

Exit mobile version