Site icon Jamuna Television

রংপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রোগীদের অমানুষিক নির্যাতনের অভিযোগ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রোগীদের অমানুষিক নির্যাতনের অভিযোগে রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট পাকার মাথায় প্রধান মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটিতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কায়সার জানান, অভিযানের সময় দেখা যায় সেখানে থাকা রোগীদের ইলেক্ট্রিকশকসহ অমানুষিক শারীরিক নির্যাতন করা হতো। এতে অনেকের শরীরে নানা ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ইলেকট্রিকশক যন্ত্র, রডসহ নির্যাতন করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানের সময় মালিককে না পাওয়া গেলেও ২ জন তত্ত্বাবধায়ককে আটক করে আনা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নগরীতে গড়ে উঠা এ ধরনের অন্যান্য মাদকাসক্ত কেন্দ্রগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version