Site icon Jamuna Television

চীনকে সতর্ক করতেই ‘ওয়ান শেইন’ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো তাইওয়ান

চীনকে সতর্ক করতেই 'ওয়ান শেইন' ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো তাইওয়ান

চীনকে সতর্ক করতেই ‘ওয়ান শেইন’ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মঙ্গলবার উত্তরাঞ্চলে হয় এ মহড়া।

স্থানীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধযানটি একসাথে ২ থেকে ৩শ’ বোমা বহনে সক্ষম। বিমানটির মূল চরিত্র- শত্রুপক্ষের বিমানবন্দরের রানওয়ে বোমা মেরে ধ্বংস করা।

গেলো দু’দিনে চীনের সামরিক যুদ্ধবিমানের রেকর্ড সংখ্যক হামলা প্রতিহত করেছে তাইওয়ান। দ্বীপটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে ২৮টি যুদ্ধবিমান। প্রতিবছরই চান্দ্রবর্ষ উপলক্ষ্যে মহড়া চালায় তাইওয়ান। কিন্তু এবার দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার ইস্যুতে চীনের সাথে টানাপোড়েন চলছে।

Exit mobile version