Site icon Jamuna Television

দরিদ্র ও সল্পোন্নত দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দিতে প্রয়োজন রাজনৈতিক সহায়তা

দরিদ্র ও সল্পোন্নত দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দিতে প্রয়োজন রাজনৈতিক সহায়তা

দরিদ্র ও সল্পোন্নত দেশ গুলোতে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন’ বা গ্যাভির মাধ্যমে যথা সময়ে ভ্যাকসিন পৌঁছে দিতে রাজনৈতিক সহায়তা প্রয়োজন।

এ কথা বলেন, গ্যাভির প্রধান নির্বাহী শেঠ বার্কলে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাথে নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে টিকা সরবরাহে কাজ করে যাচ্ছে জোটটি। তাদের প্রধান লক্ষ্য সবার সহযোগিতায় দ্রুত দরিদ্র বিভিন্ন দেশের ২০ শাতংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। এ জন্য প্রয়োজন কমপক্ষে ১৮০ কোটি ডোজ টিকা।

দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত এই সংস্থাটি সারা বিশ্বে শিশুদের নানা রোগের প্রতিষেধকের ৬০ শতাংশই সরবরাহ করে থাকে। বাংলাদেশও রয়েছে গ্যাভির সদস্য তালিকায়।

গ্যাভির প্রধান নির্বাহী শেঠ বার্কলে বলেন, কমপক্ষে নিম্ন আয়ের দেশ গুলোর ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে কাজ করছি আমরা। যা উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষার জন্য পর্যাপ্ত। আশা করছি যে অবস্থায় রয়েছি এতে সবার সহযোগিতা পেলে চলতি বছরের মধ্যে ২৭ শতাংশ মানুষকে ভ্যাসিন প্রয়োগ করতে পারবো।

Exit mobile version