বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। ফাইল ছবি
চট্টগ্রামে নির্বাচন কমিশনের সহায়তায় আরেকটি জালিয়াতির ভোট হচ্ছে। দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ জানিয়েছে বিএনপি’র প্রতিনিধি দল।
এসময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, ভোট শুরুর দু থেকে তিন ঘণ্টার মধ্যেই ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়। বলেন, প্রশাসনের কর্তারা দলীয় ক্যাডারের মত আচরণ করছে। বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও অভিযোগ রিজভীর।
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, এটি একটি সহিংস নির্বাচন। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী।
Leave a reply