Site icon Jamuna Television

দেওয়ানি মামলায় আর্থিক বিচারিক এখতিয়ার বাড়লো

দেওয়ানি মামলায় আর্থিক এখতিয়ার বাড়িয়ে জাতীয় সংসদে পাস হয়েছে ‘সিভিল কোর্ট সংশোধন বিল’-২০২১। সংশোধনী এই বিলটি পাসের ফলে, মামলা জট অনেক কমে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করে আইন প্রণয়ন কার্যাবলী দিয়ে অধিবেশন শুরু করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। আইনমন্ত্রী উত্থাপন করলে, নানা অসঙ্গতির কাথা জানিয়ে বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব দেন কয়েকজন এমপি।

জনমত যাচাই ও বিভিন্ন দফায় আনা সংশোধনী প্রস্তাব নাকচ হলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর ফলে, এখন থেকে সহকারী জজ ১৫ লাখ, সিনিয়র সহকারী জজ ২৫ লাখ এবং জেলা জজরা ৫ কোটি টাকা মূল্যমানের মামলা গ্রহণ করতে পারবেন।

Exit mobile version