Site icon Jamuna Television

বুকের ব্যথায় আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বুকের ব্যথায় আবারও হাসপাতালে সৌরভ গাঙ্গুলী

বুকে ব্যথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

জানা যায়, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে চলতি মাসের ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় হঠাৎ করেই পিঠে ব্যথা অনুভব করেন, তারপর মাথা ঘুরে পড়ে যান। বুকে যন্ত্রণা অনুভব করেন। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই সময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তার বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

শুধু হৃদরোগই নয়, সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনিতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার। তারপর ধমনির ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট।

Exit mobile version