Site icon Jamuna Television

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতের সেরাম ইনসটিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ এর ভ্যাকসিন ‘কোভিডশিল্ড’ প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবন থেকে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‍কুর্মিটোলা হাসপাতালে এ ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনা ভ্যাকসিনের জন্য এক হাজার কোটি টাকা অগ্রীম বরাদ্দ করে রেখেছিলাম। যাতে করোনা ভ্যাকসিন আসার সাথে সাথে তা দেশের জনগণের কাছে পৌছে দেয়া যায়। করোনকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সামরিক বাহিনী, পুলিশ ও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যারা জনগণের প্রয়োজনে এগিয়ে এসেছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, কিছু কিছু লোক আছে যাদের দ্বারা কারো কোনও উপকারা হয় না। তাদের কাজই হলো মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা।

Exit mobile version