Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে পাকিস্তান

করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৮ রানের লিড নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২০ রানের জবাবে ব্যাট করতে নেমে ফাওয়াদ আলমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৮ রানে দিন শেষ করে পাকিস্তান।

২৪৫ বল খেলে ফাওয়াদ করেন ১০৯ রান। দলের এই সংগ্রহে ব্যাট হাতে অবদান রেখেছেন আজাহার আলী ও ফাহমী আমরাফ। ব্যাট হাতে ১৫১ বল খেলে ৫১ রান তোলেন আজাহার আলী। আর ৮৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ফাহমী আশরাফ। এছাড়া মোহাম্মাদ রেজওয়ান করেছেন ৩৩ রান।

প্রটিয়াদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাবাদা, নর্টজে, লুঙ্গি এনজিডি ও কেশব মহারাজ।

Exit mobile version