Site icon Jamuna Television

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন আব্দুর রাজ্জাক রাজ

বিসিবির নির্বাচক প্যানেলে অন্তুভুক্ত হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার ও বিকেএসপির সাবেক ছাত্র আব্দুর রাজ্জাক রাজ। করোনার কারণে দীর্ঘ দশ মাস পরে বিসিবির পরিচালক পর্ষদের বৈঠকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে অন্তুভুক্ত করা হয় সাবেক এই স্পিনারকে।

আগে জাতীয় দলের দুই জন নির্বাচক থাকলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাসিবুল বাশার সুমনের সাথে যুক্ত করা আব্দুর রাজ্জাক রাজকে। সন্ধ্যায় অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

ঘরোয়া লিগে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রাজ্জাক, বল হাতে নিজের ঝুলিতে ভরেছেন ৬৪৩টি উইকেট। টাইগারদের পক্ষে খেলেছেন ১৩ টেস্ট যেখানে উইকেট পেয়েছেন ২৮টি।

১৫৩ ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রতিপক্ষের ৪৪ জন ব্যাটারকে ফিরিয়েছেন প্যাভিলিয়নে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিলেন মিরপুর টেস্টে।

Exit mobile version