Site icon Jamuna Television

পাঁচ হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ

পাঁচ হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ

কুর্মিটোলা’সহ রাজধানীর ৫টি হাসপাতালে করোনার টিকা দেয়া হবে আজ। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া শেষ হয়েছে। চিকিৎসক-নার্স’সহ প্রায় ৫শ’জনকে দেয়া হবে ভ্যাকসিন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ছাড়াও ভ্যাকসিন দেয়া হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত-মৈত্রী হাসপাতালে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়ে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক-নার্সদেরই টিকা দেয়া হবে। ভ্যাকসিন নেয়ার আগে ও পরে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালগুলোতে। আছে জরুরি সেবাদান টিমও।

এছাড়া কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাৎক্ষিণক পদক্ষেপের ব্যবস্থাও রাখা হয়েছে।

Exit mobile version