Site icon Jamuna Television

শীত বিদায়ের আগে আরেক দফা শৈত্যপ্রবাহ

শীত বিদায়ের আগে আরেক দফা শৈত্যপ্রবাহ

শীত বিদায়ের আগে দেশে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদফতর বলেছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাঘের মাঝামাঝিতে এমনিতেই সারাদেশে শীত বেশি অনুভূত হচ্ছে।

আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মাঘ মাসের মাঝামাঝি চলছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বেড়েছে। বিদায়ের আগে আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।

Exit mobile version