Site icon Jamuna Television

ভাইয়ের হাতে ভাই খুন! চসিক নির্বাচনে প্রাণহানির ঘটনায় মামলা

ভাইয়ের হাতে ভাই খুন! চসিক নির্বাচনে প্রাণহানির ঘটনায় মামলা

চট্টগ্রামে নির্বাচনের দিনে দু’জন নিহতের ঘটনায় আলাদা মামলা হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের আমবাগানে আলাউদ্দিন নিহতের ঘটনায় তার বোন জাহানারা বেগম বাদি হয়ে একটি মামলা করেছেন। রেলওয়ে থানায় দায়ের করা মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে এ হত্যার জন্য বিজয়ী কাউন্সিলরকে দায়ি করা হয়েছে। সাথে অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫/২০ জন।

এদিকে নির্বাচনের জেরে ১৪ নম্বর ওয়ার্ডে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় নিহত মুন্নার মা জিনাত আরা বাদি হয়ে মামলা করেছেন। রাতে পাহাড়তলি থানায় মামলাটি দায়ের করেন তিনি। দুটি মামলা আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version