মাদাম তুসোয় স্থান বদল হলো কিংবদন্তী সাংবাদিক ল্যারি কিংয়ের মোমের মূর্তির। নিউইয়র্কের যাদুঘরটির বক্তব্য, শ্রদ্ধা জ্ঞাপনের জন্যেই এ উদ্যোগ।
যাদুঘরের প্রবেশমুখ বা লবিতেই রাখা হয়েছে বিখ্যাত এই সংবাদকর্মীর মূর্তিটি। সেটি দেখার জন্য সাথে দর্শনার্থীদের আলাদাভাবে টিকেট কাটতে হবে না। একসপ্তাহ, লবিতেই প্রদর্শিত হবে বিখ্যাত সংবাদকর্মীর এ স্থাপত্য। দর্শনার্থীদের শোকগাঁথা প্রকাশের জন্য রাখা হয়েছে একটি মেমোরিয়াল বুক। যা পরে, প্রথিতযশা সংবাদকর্মীর পরিবারের কাছে হস্তান্তর করবে যাদুঘর কর্তৃপক্ষ।
দু’দশক আগে ল্যারি কিংয়ের মোমের মূর্তিটি বানায় মাদাম তুসো। বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিত্বের সাক্ষাৎকার গ্রহণকারী গেলো সপ্তাহেই কোভিড নাইনটিনের কাছে পরাজিত হন। ৮৭ বছর বয়সে করেন মৃত্যুবরণ।

