Site icon Jamuna Television

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরো অবনতি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের আরো অবনতি

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১২তম। এক্ষেত্রে গত বছরের চেয়ে অবনতি হয়েছে দুই ধাপ। সকালে ভাচুর্য়াল সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ফলাফলকে দেশের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেন। বলেন, দক্ষিণ এশিয়ায় শুধু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান বাংলাদেশের নীচে অবস্থান করছে। সূচকে অবনতির কারন হিসেবে, ভিআইপি দুর্নীতিবাজদের ছাড় দেয়া, ব্যাংকিং খাত ও সরকারি ক্রয়ে দুর্নীতিতে রাজনৈতিক প্রভাবকে দায়ী করা হয়েছে। এক্ষেত্রে দুদকের অকার্যকর ভূমিকাও দায়ী বলে মনে করে টিআইবি।

এবার বৈশ্বিক দুর্নীতি সূচকে ১ম ও ২য় দুর্নীতি গ্রস্ত দেশ যথাক্রমে সুদান ও সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড।

Exit mobile version