Site icon Jamuna Television

আজ তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

আজ তৃতীয় দফায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা

তৃতীয় দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর শুরু হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার দিকে উখিয়া ডিগ্রী কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ২০টি বাস যোগে রোহিঙ্গাদের প্রথম দলটি চট্টগ্রামের পথে রওনা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তায় সাথে রয়েছে আইন শৃংঙ্খালাবাহিনীর সদস্যরা।

তৃতীয় দফায় প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা চৌধুরী।

এর আগে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রী কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে আনা হয়।

রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় এর আগে ৪ ডিসেম্বর প্রথমবারের মতো ভাসানচরে নেওয়া হয় এক হাজার ৬৪২ রোহিঙ্গাকে। তারা সেখানে পৌঁছার পর স্বজনদের কাছে বার্তা পাঠায় যে ভাসানচরের পরিবেশ ভালো ও নিরাপদ। তাদের সেই বার্তায় আশ্বস্ত ও উদ্বুদ্ধ হয়ে দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ৪২৭ পরিবারের আরো ১ হাজার ৮শ ৪জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর হয়।

এ পর্যন্ত প্রায় ১৫ হাজার রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে।

রোহিঙ্গারা চট্টগ্রামে পৌঁছার পর চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে জাহাজ যোগে তাদেরকে ভাসানচরে নেয়া হবে।

উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে চাপ কমাতে সরকার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করে। সেখানে তাদের জন্য তৈরি করা হয় আধুনিক ও উন্নত মানের ঘর।

Exit mobile version