Site icon Jamuna Television

চসিক নির্বাচনে কাউন্সিলর পদে নেই বিএনপি-জামায়াতের কেউ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১টি সাধারণ কাউন্সিলর ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে জয়ী হতে পারেনি বিএনপি-জামায়াতের কেউই। প্রার্থীর মৃত্যু হওয়ায় একটি পদে নির্বাচন হয়নি। বাকি ৫৪ বিজয়ীর মধ্যে সবাই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী। সবশেষ, ২০১৫ সালের সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের নয়জন প্রার্থী জয়ী হয়েছিল।

বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে গাজী মো. শফিউল আজম, ২ নম্বর জালালাবাদে সাহেদ ইকবাল, ৩ নম্বর পাঁচলাইশে মো. শফিকুল ইসলাম, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর মোহরায় মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর পূর্ব ষোলোশহরে এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলোশহরে মোবারক আলী, ৮ নম্বর শুলকবহরে মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলীতে জহুরুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলীতে নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়ায় নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলীতে মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজারে আবুল হাসনাত বেলাল, ১৫ নম্বর বাগমনিরামে মোহাম্মদ গিয়াস উদ্দীন, ১৬ নম্বর চকবাজারে সাইয়েদ গোলাম হায়দার, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়ায় মোহাম্মদ শহিদুল আলম, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় নুরুল আলম, ২০ নম্বর দেওয়ানবাজারে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখানে শৈবাল দাশ, ২২ নম্বরে এনায়েত বাজারে সলিম উল্লাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলীতে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদে নাজমুল হক, ২৫ নম্বর রামপুরে আবদুস সবুর, ২৬ নম্বর উত্তর হালিশহরে মো. ইলিয়াছ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদে মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলীতে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়িতে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়িতে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর আন্দরকিল্লায় জহর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজারে হাসান মুরাদ, ৩৪ নম্বর পাথরঘাটায় পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বকশিরহাটে নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙায় মো. মোর্শেদ আলী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহরে আবদুল মান্নান, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহরে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহরে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গায় আবদুল বারেক ও ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গায় ছালেহ আহম্মদ চৌধুরী।বিজ্ঞাপন

সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে জয়ী হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম, ২ নম্বরে জোবাইরা নার্গিস খান, ৩ নম্বরে জেসমিন পারভীন, ৪–এ তছলিমা বেগম, ৫–এ আঞ্জুমান আরা, ৬–এ শাহীন আকতার, ৭–এ রুমকি সেন, ৮–এ নীলু নাগ, ৯–এ জাহেদা বেগম, ১০–এ হুরে আরা বেগম, ১১–তে ফেরদৌসি আকবর, ১২–তে আফরোজা জহুর, ১৩–তে লুৎফুন্নেছা দোভাষ ও ১৪–তে শাহনূর বেগম।

গত নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে বিএনপির পাঁচ জন, জামায়াতের একজন, সংরক্ষিত পদে বিএনপির দুজন ও জামায়াতের একজন জয়ী হয়েছিলেন

Exit mobile version