Site icon Jamuna Television

সবাইকে নিয়ে উন্নত নগরী গড়ার কথা বললেন রেজাউল

চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশ বান্ধব ও উন্নত নগরী গড়ে তুলতে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার সকালে বহদ্দারহাটে নিজ বাসভবনে নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান নতুন নগরপিতা। বলেন, উন্নয়নের জন্য রাস্তাঘাট কাটতে হলেও, জনদুর্ভোগ আর অর্থের অপচয় যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে পরিকল্পনা নিতে হবে। মাদক-সন্ত্রাস প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয়দের সমন্বয়ে কাজ করা হবে।

১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-নর্দমা, খাল-নদী দখলদার উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নগরীর সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পগুলো ঠিকমত বাস্তবায়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কথাও বললেন রেজাউল।

এছাড়া ৪১টি ওয়ার্ডে স্বাস্থকেন্দ্র গড়ে তোলা ছাড়াও নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেয়ার প্রতিশ্রুতি দেন রেজাউল করিম চৌধুরী।

Exit mobile version