Site icon Jamuna Television

টি-টেনের লড়াই শুরু আজ

মরুর দেশ আবুধাবিতে আজ থেকে শুরু হচ্ছে টি টেন ক্রিকেট। এই টুর্নামেন্টে খেলছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে আজ মাঠে নামবেন টাইগারদের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, সাবেক অফ-স্পিনার সোহাগ গাজী ও মুক্তার আলি।

তবে উইন্ডিজ সিরিজের জন্য দলের সাথে যোগ দিতে বিসিবির ছাড়পত্র পায়নি টাইগার পেসার তাসকিন আহমেদ।

জুনিয়র টাইগার আফিফ হোসেন খেলবেন বেঙ্গাল টাইগার্সে। জাতীয় দলে সুযোগ না পেলেও পুনে ডেভিলসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাসির হোসেন।

সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ান্স ও নর্দান ওয়ারিয়র্স। রাত সোয়া আটটায় পুনে ডেভিলস মোকাবেলা করবে ডেকান গ্ল্যাডিয়র্সের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় বেঙ্গল টাইগারের প্রতিপক্ষ দিল্লি বুলস।

Exit mobile version