Site icon Jamuna Television

খুলনায় বিউটি পার্লারের বাথরুম থেকে শিশুর লাশ উদ্ধার

খুলনা ব্যুরো:

খুলনায় নিখোঁজের ৬ দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়ায় একটি বিউটি পার্লারের বাথরুম থেকে বৃহস্পতিবার বিকেলে বীনাপানি স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী অংকিতা দে ছোঁয়ার অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, ৮ বছরের ছোঁয়া ২২ জানুয়ারি দুপুরে খেলার উদ্দেশ্যে নগরীর পাবলা কালি মন্দির সংলগ্ন বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নগরীর দৌলতপুর থানায় ছোঁয়ার পিতা সুশান্ত দে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কেন, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড সে সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছু বলতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ছোঁয়া দুই বোনের মধ্যে ছোট। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version