Site icon Jamuna Television

করাচি টেস্টে ২৯ রানে পিছিয়ে পাকিস্তান

করাচি টেস্টে ২৯ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৮৭ রান।

দ্বিতীয় দিনের করা ৮ উইকেটে ৩০৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন হাসান আলি ও নোমান আলি। সকাল থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন এই দুই ব্যাটার।

৩৩ বলে ২১ রান করে হাসান আলি ফিরে গেলেও শেষ উইকেটে ৫৫ রানের জুটি গড়েন নোমান আলি ও ইয়াসির শাহ। ২৪ রানে নোমান ফিরলেও ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

তৃতীয় দিন দলের সাথে ৭০ রান যোগ করেন এই তিন ব্যাটসম্যান। ৩৭৮ রানে ইনিংস থামলে ১৫৮ রানের লিড পায় স্বাগতিকরা। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

জবাবে ব্যাট করতে নেমে মার্করামের ৭৪ আর ভ্যানডার ৬৪ রানের উপর ভর করে শেষ পর্যন্ত ১৮৭ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।

Exit mobile version