Site icon Jamuna Television

প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অশান্থা ডি মেল

দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা লড়াই করলেও ঘরের মাঠে জো রুটের ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি দিনেশ চান্দিমালের দল। আর এমন বাজে পারফরমেন্সের কারণেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নির্বাচক অশান্থা ডি মেল, এমন গুঞ্জন ছড়িয়ে পরলেও ক্রিকইনফোরকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাড়াঁনোর সিদ্ধান্ত থেকে আগেই নিয়েছি।

ক্রিকইনফোর সাথে সাক্ষাতকারে তিনি আরও বলেন, নির্বাচকের দায়িত্ব ছাড়তে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম আমি। দুই দায়িত্ব থেকেই পদত্যাগ করার পরিকল্পনা করছিলাম। তাই ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সবচাইতে ভালো সময় এটাই।

২০১৮ সাল থেকে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্বের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করে আসছিলেন ডি মেল। আর কয়েকদিন আগেই নিজের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ায়েছেন এই কর্মকর্তা।

Exit mobile version