Site icon Jamuna Television

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদরের খুরুশকুলের কুলিয়াপাড়ায় জমির বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম মুজিবুর রহমান (৪৮)। সে খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মুজিবুর রহমানের সাথে তার ভাতিজা সেলিমের বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ভাতিজা সেলিম চাচা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে মুজিবকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনীর উল গীয়াস জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও মামলা হয়নি তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের দুটি টিম কাজ করছে।

Exit mobile version