Site icon Jamuna Television

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বান্দরবান সেনানিবাসের মাঠ থেকে এই প্রতিযোগিতাটি শুরু হয়। বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তার সাথে সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আখতারুসামাদ রাফিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনানিবাস ও বালাঘাটা এলাকায় ৫ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় দেড়শ সেনাসদস্য অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ২১ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া সৈনিক কাফিউল দ্বিতীয় এবং সৈনিক অনিক হোসেন তৃতীয় স্থান অধিকার করেন।

প্রতিযোগিতা শেষে ব্রিগেডিয়ার কমান্ডার জানান, এই প্রতিযোগিতা বান্দরবানের প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত হবে এবং ৬ শত সাধারণ প্রতিযোগী এতে অংশগ্রহণ করতে পারবেন।

Exit mobile version