Site icon Jamuna Television

সাকিবের ইনজুরি গুরুতর নয়

ইনজুরিতে পরে গেল কয়েকদিন অনুশীলন করেনি বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুচকিতে ব্যাথা অনুভব করে মাঠ থেকে উঠে যান সাকিব আল হাসান।

ব্যাক্তিগত ৪ দশমিক ৫ ওভার বোলিং করার সময় এমন ঘটনা ঘটে মিরপুরে। এর পরেই বিসিবি থেকে বলা হয় ২৪ ঘন্টা সাকিবকে পর্যবেক্ষনে রেখে তার পরেই তার অবস্থার বিবরন দেয়া হবে। তবে পর্যবেক্ষন সময় বাড়িয়ে ৪৮ ঘন্টা পরে গণমাধ্যমকে জানানো হয় সাকিবের ইনজুরি গুরুতর নয়। এমন খবর নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি।

তিনি আরও বলেন, স্ক্য্যান রিপোর্ট পুরোপুরি ভালো। সাকিব এখন ব্যথা অনুভব করছেন না অন্যকোন জটিলতাও নেই সাকিবের। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা আপাতত নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। বিসিবির চিকিতসক আশা প্রকাশ করেণ ২-৩ দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখা যেতে পারে।

প্রায় ১৬ মাস পরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যান অব দা সিরিজ হয়েছেন সাকিব।

Exit mobile version