Site icon Jamuna Television

কুমার শানুর ওপর ফের ক্ষোভ ঝাড়লেন ছেলে জান শানু

বাপ বেটার ঝামেলা বিগ বসের আসরে কিছুটা খোলাসা হয়েছিলো। এবার নতুন করে বিষয়টা পরিষ্কার করলেন বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানু।

শিল্পী কুমার শানুর সঙ্গে তার স্ত্রী ও ছেলের সম্পর্কের টানাপোড়েন আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এবার বাবার বিষয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন জান। এ বারে নিজের পেশার প্রসঙ্গ তুললেন কুমার-পুত্র। খবর আনন্দবাজারের।

ক্ষোভ জানিয়ে জান বলেছিলেন, ছোট থেকেই কখনও পাশে পাইনি বাবাকে। জন্মানোর আগেই বাবা-মা আলাদা হয়ে গিয়েছিলেন। এ সমস্ত কথাই ‘বিগ বস’-এর ঘরে খোলসা করেছিলেন জান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের কুমার শানুর উপর অসন্তোষ প্রকাশ করেন জান। বললেন ‘সত্যি কথা বলতে ভয় পাই না আমি। বাবা আমার জন্য কখনওই কিছু করেননি। আমার পেশায় বাবার কোনও হাত নেই। কেন বাবা আমাকে গায়ক হিসেবে প্রচার করেন না, তার কারণ আমার কাছে স্পষ্ট নয়।’

Exit mobile version