Site icon Jamuna Television

গর্ভপাতে সাহায্যকারী সংস্থাগুলোর তহবিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

গর্ভপাতের সাথে জড়িত আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোকে তহবিল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার এক মেমো অর্ডারে স্বাক্ষরের সময় জানান- তথাকথিত মেক্সিকো সিটির নীতিমালা সেক্ষেত্রে পাল্টে যাবে। কারণ, ট্রাম্প প্রশাসন নারীদের স্বাস্থ্যের ব্যাপারে হস্তক্ষেপ করছিলো।

এই আদেশের পর, বিগত সরকারের আমলে ক্লিনিকগুলোকে দেয়া কেন্দ্রীয় অর্থ-সহযোগিতার বিষয়গুলো খতিয়ে দেখা হবে- বলেও জানান প্রেসিডেন্ট। একইসাথে, ওবামাকেয়ার ইন্স্যুরেন্স প্রোগ্রাম বিস্তৃত করার জন্য একটি ফরমানেও সই করেন তিনি।

স্বাস্থ্যসেবার ব্যাপারে নতুন কোন আইনের পক্ষপাতী নয় এ সরকার- সেটাও জানান প্রেসিডেন্ট বাইডেন। বলেন, কংগ্রেস ও আইনি জটিলতা এড়াতেই তাঁর এ পদক্ষেপ।

Exit mobile version