Site icon Jamuna Television

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩০ জানুয়ারি পর্যন্ত

করোন মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারো বৃদ্ধি করা হয়েছে। এবার আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি বৃদ্ধি করেছে সরকার।

শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয় কওমি মাদরাসা ব্যাতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

Exit mobile version