Site icon Jamuna Television

প্রাণ ধরিয়া মারো টান গানটি এখন শোনা যাবে সবুজ আহমেদের কণ্ঠে

প্রাণ ধরিয়া মারো টান এই গানটি গেয়ে সঙ্গীত ভুবনে এখন আলোচনার শীর্ষে ইমন চৌধুরী। তার কণ্ঠে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে ফেসবুক ও উইটিউবে আলোড়ন সৃষ্টি করে এই গানটি। তবে এবার আর ইমনের কণ্ঠে নয় এই গানটি শোনা যাবে সবুজ আহমেদের কণ্ঠে। কারণ ইমনের বহুল আলোচিত” প্রাণ ধরিয়া মারো টান “গানটি কভার করার অনুমতি পেয়েছে সবুজ আহমেদ।

অতনু তিয়াসের লেখা ও সুর করা এইগানটি গেয়েছিলেন চিরকুট ব্যান্ড এর গিটারিস্ট ইমন চৌধুরী। শারাফ আহমেদ জীবনের পরিচালিত “আবার তোরা সাহেব হ” নামের একটি নাটকের থিম সং হিসেবে প্রকাশ করা হয়।

গানটি সম্পর্কে সবুজ আহমেদ বলেন, আসলে ইমন ভাই আমার গুরু। এই গানটি করার জন্য অনুমতি চাওয়ার সাথে সাথেই তিনি আমাকে বলেছেন করে ফেলতে। খুব শীঘ্রই প্রকাশ করার ভাবনা রয়েছে এই গানটি।

Exit mobile version