Site icon Jamuna Television

করাচি টেস্টে ৭ উইকেটের জয় পাকিস্তানের

করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। পাক স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৭ রানেই থেমে যায় আফ্রিকার ইনিংস। সেই ৮৭ রানের লিড স্পর্শ করতেও তিন উইকেট খোয়াতে হয়েছে পাকিস্তানের।

ছোট টার্গেট তারা করতে নেমে দুই ওপেনার ইমরান বাটকে ১২ রানে আর আবিদ আলীকে ১০রানে ফিরিয়ে দেন এনকি নর্টজ। আর ব্যাক্তিগত ৩০ রানে মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বাবর আজম। পরে পাকিস্তানের সাবেক অদিনায়ক আজাহার আলীর অপরাজিত ৩১ রানের সুবাদে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় পাকিস্তান। আর ম্যাচের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম অপরাজিত ৪ বলে করেন চার রান।

সকালে আগের দিনের ২৯ রানের লিড নিয়ে ব্যাট হাতে মাঠে নেমেই পাকিস্তানি বোলারদের ঘুর্ণির মুখে পড়ে কুইন্টন ডি কক ও কেশভ মহারাজ। নুমান আলী ও ইয়াসির শাহের ঘূর্ণির কাছে চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৪৫ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে টেস্ট জয়ের জন্য ৮৮ রানের টার্গেট পায় পাকিস্তান। আরমাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

Exit mobile version