Site icon Jamuna Television

জেল ভেঙ্গে পালিয়েও মুক্তি মিললো না যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার দুই কয়েদির

জেল ভেঙ্গে পালিয়েও মুক্তি মিললো না যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার দুই কয়েদির

ফিল্মি স্টাইলে জেল ভেঙ্গে পালিয়েও মুক্তি মিললো না যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার দুই কয়েদির। প্রায় এক সপ্তাহ অভিযানের পর বৃহস্পতিবার তাদের আটক করে নিরাপত্তা বাহিনী।

কর্তৃপক্ষ জানায়, গেল রোববার কারাগারের নিরাপত্তা ফটক ও কাঁটাতারের বেড়া পার হয়ে পালিয়ে যায় দুই কয়েদি। এরপরই তাদের ধরতে শুরু হয় সাড়াঁশি অভিযান। অভিযানের সময় ফসলের ক্ষেত ও বনভূমিতে পালিয়ে ছিলেন দুই কয়েদি।

প্রতক্ষদর্শীদের তথ্য অনুযায়ী তাদের আটক করতে সমর্থ হয় কাউন্টি শেরিফের বাহিনী। দুই কয়েদির মধ্যে একজন একশ বছর এবং অপরজন ৩৬ বছরের সাজাপ্রাপ্ত।

Exit mobile version