Site icon Jamuna Television

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন সাহেদ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক শেখ মফিজুর রহমানের কাছে কথা বলার অনুমতি চান শাহেদ। অনুমতি দেয়ার পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ঢাকা থেকে ধরে এনে ষড়যন্ত্র মুলকভাবে সাতক্ষীরায় অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয়েছে।

আলোচিত প্রতারক শাহেদ করিমের মামলা দু’টি আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষীর দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নেয়া হয়েছে। এ দু’টি মামলার সে একমাত্র আসামি।

গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাহেদ। বোরখা পরিহিত শাহেদকে কোমরপুর বেইলি ব্রিজের নীচ থেকে র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএমকার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়।

Exit mobile version