Site icon Jamuna Television

উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪ রানে দিন শেষ করলো বিসিবি একাদশ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে টাইগাররা মাঠে নামবে তিন ফেব্রুয়ারি। তার আগে শরীর গরমের ম্যাচে উইন্ডিজের শক্তি ও দুর্বলতার খোজ নিচ্ছেন টাইগারা। তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের দেওয়া ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৪ রান তুলেই দিন শেষ করেছে বিসিবি একাদশ।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুক্রবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে জন ক্যাম্পবেল বিদায় নিলেও দেখেশুনে খেলছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। বাকিরা তার সাথে সঙ্গ দিতে পারেনি। দ্বিতীয় সেশনেই ক্যারিবীয়দের ব্যাটিং বিপর্যয় ঘটে অলআউট হন তৃতীয় সেশনে।

ব্রাথওয়েট ৮৫ রান করলেও তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ছড়িয়েছেন আলো। তরুণ এই স্পিনার শিকার করেণ প্রতিপক্ষ দলের পাঁচ উইকেট। পেস বোলার খালেদ আহমেদ শিকার করেন ৩টি উইকেট। আর ১টি করে উইকেট শিকার করেন শাহাদাত হোসেন দিপু ও সাইফ হাসান।

উইন্ডিজের দেওয়া ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে দিন শেষ করে স্বাগতিকরা। দুই ওপেনার সাইফ হাসান ১৫ ও সাদমান ইসলাম ৩ রানে অপরাজিত আছেন।

Exit mobile version