Site icon Jamuna Television

জর্জিয়ায় তরল নাইট্রোজেন থেকে ঘটা বিস্ফোরণে নিহত ৬

জর্জিয়ায় তরল নাইট্রোজেন থেকে ঘটা বিস্ফোরণে নিহত ৬

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তরল নাইট্রোজেন থেকে ঘটা বিস্ফোরণে নিহত ৬ জন। সংকটাপন্ন অবস্থায় ১২ জনের চিকিৎসা চলছে হাসপাতালে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রাইম পাক ফুডস নামের একটি পোল্ট্রি প্ল্যান্টে হয় এ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় ৭/৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মরত ১৩০ শ্রমিককে উদ্ধারের পর, সরিয়ে নেয়া হয় পাশেরই একটি গির্জায়।

চিকিৎসকদের দাবি, অবস্থা গুরুতর হওয়ায় বাড়তে পারে প্রাণহানি।

যুক্তরাষ্ট্রের পোল্ট্রি ফুডের জন্য বিখ্যাত জর্জিয়ার গেইনেসভিলে শহর। সেখানেই কয়েক হাজার মানুষ এই খাতের সাথে জড়িত। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।

Exit mobile version