Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমান রুট বন্ধ

বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমান রুট বন্ধ

করোনাভাইরাসের নিয়ন্ত্রণহীন বিস্তারের মুখে সংযুক্ত আরব আমিরাতের সাথে সরাসরি ফ্লাইট স্থগিত করলো ব্রিটেন। ফলে বন্ধ হলো দুবাই থেকে লন্ডন পর্যন্ত বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক আকাশপথ।

শুক্রবার থেকেই কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা। এরই মধ্যে ব্রিটেনগামী সব ফ্লাইট বাতিল করেছে আমিরাত ও ইতিহাদ এয়ারলাইন্স। যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চলাচলে বুরুন্ডি আর রুয়ান্ডার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে লন্ডন।

এর ফলে এসব দেশ থেকে বা ভ্রমণের মাঝপথে এসব দেশে যাত্রাবিরতি নেয়া কেউই ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। কেবল ব্রিটিশ ও আইরিশ নাগরিক এবং ব্রিটেনে স্থায়ী আবাসনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

তবে দেশে ফিরলে তাদেরও নিজ বাড়িতে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Exit mobile version