Site icon Jamuna Television

দ্রুতই বাড়ি ফিরছেন সৌরভ গাঙ্গুলী

হৃদপিন্ডে দুটি রিং পারানোর পরে বেশ ভালো আছেন সৌরভ গাঙ্গুলি। সব কিছু ঠিক থাকলে দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এমন খবরই নিশ্চিত করেছে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম।

শুক্রবার সকালেই সৌরভ গাঙ্গুলীকে নরমালবেডে আনা হয়েছে। সেখানে সারা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। যদি নতুন করে কোন সমস্নযা দেখা না দেয় তবে শনি অথবা রবিবার সৌরভকে ছাড়া হবে হাসপাতাল থেকে।

বৃহস্পতিবার সন্ধায় সৌরভের হৃদ্যন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ সব অঙ্গগুলিই সঠিক ভাবে কাজ করছে বলে জানা গিয়েছে। সৌরভের চিকিতসক জানান সৌরভ এখন অনেকটাই সুস্থ। সব ঠিক থাকলে আগামী কালই উনি ছাড়া পেয়ে যাবেন।

Exit mobile version