Site icon Jamuna Television

সবজির বাজারে সুখবর; অবিশ্বাস্য হারে কমলো দাম

সবজির বাজারে সুখবর; অবিশ্বাস্য হারে কমলো দাম

রাজধানীতে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। দামও এখন ক্রেতার নাগালে। বাজারে এক মাস ধরে স্বস্তি। তবে কাঁচামরিচের দর এখন চড়া। প্রতি কেজির জন্যে গুনতে হচ্ছে ৮০ টাকা।

রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি শিম মিলছে ২০ থেকে ৩০ টাকায়। ঢেঁড়সের কেজি হাকা হচ্ছে ৩৫ টাকা। অস্থির আলুর বাজার এখন বেশ স্থতিশীল; ১৬টাকায় মিলছে প্রতি কেজি আলু। বেগুনের কেজি ৩০ টাকা। চল্লিশ টাকায় মিলছে করলা। সালাদ সামগ্রীর দরও হাতের নাগালে। ২০ টাকায় মিলছে শসা; কাঁচা-পাকা টমেটো মিলছে ২০ থেকে ২৫ টাকার মধ্যে। প্রতি কেজি গাজর কিনতে খরচ হবে ৩০ টাকা।

Exit mobile version