Site icon Jamuna Television

করোনায় মৃত্যুতে ভারতকে ছাড়ালো মেক্সিকো

করোনায় মৃত্যুর দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেলো মেক্সিকো। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে মহামারিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করেছে দেশটি।

বৃহস্পতিবার ছোঁয়াচে ভাইরাসটিতে নতুন করে আরও ১৫শ’ প্রাণহানি হয় মেক্সিকোতে। প্রায় ১৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত সোয়া ১৮ লাখের বেশি মানুষ।

মোট জনসংখ্যার তুলনায় মৃত্যুহারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের মতো দেশগুলোর পেছনে থাকলেও সংক্রমণের তুলনায় মৃত্যুহার বেশি মেক্সিকোতে।

হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী, অক্সিজেন ট্যাঙ্কের স্বল্পতা- সবমিলিয়ে মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। চলতি সপ্তাহেই করোনা পজেটিভ হয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল।

ইউএইচ/

Exit mobile version