Site icon Jamuna Television

দিল্লিতে আবারও কৃষক-নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতা

ভারতের রাজধানী দিল্লিতে আবারও সহিংসতা হয়েছে আন্দোলনরত কৃষক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে।

বৃহস্পতিবার দিল্লি-হরিয়ানা সীমান্তে হাজারও কৃষক বিক্ষোভ করছিলেন নিজেদের দাবিদাওয়া আদায়ে। এসময়ে পুলিশ তাদের সরে যেতে বললে তা মানেননি কৃষকরা। পিছু হঠার মানে আত্মসমর্পণ বলে বিক্ষোভ জারি রাখেন কৃষক নেতারা।

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে সেপ্টেম্বর থেকে চলছে টানা বিক্ষোভ; যাকে দেখা হচ্ছে, মোদি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে।

ইউএইচ/

Exit mobile version