Site icon Jamuna Television

ভাসানচরের পথে আরও প্রায় দেড় হাজার রোহিঙ্গা

তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছেন ১ হাজার ৪৬৪ রোহিঙ্গা

তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের নৌবাহিনী জেটি থেকে রওনা দেন তারা। চারটি জাহাজে করে ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে ভাসানচর নেয়া হচ্ছে। তিন দফায় ভাসানচর যাচ্ছেন সাড়ে ছয় হাজার রোহিঙ্গা।

নৌবাহিনী কর্মকতারা জানান, দুপুরে ভাসানচরে পৌঁছাবেন তারা। ভাসানচরে উন্নত জীবনের সুযোগ সুবিধা থাকায় রোহিঙ্গাদের আগ্রহ বাড়ছে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা। ভাসান চরে যেতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ১৫ হাজার রোহিঙ্গ।

Exit mobile version