Site icon Jamuna Television

ভারতে কৃষকদের আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা দিল্লিতে

ভারতে কৃষকদের আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা দিল্লিতে

ভারতে কৃষকদের দাবি-দাওয়া আদায়ের উত্তাল আন্দোলনের মধ্যেই ফের সহিংসতা হয়েছে দিল্লিতে। শুক্রবার রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয় দিল্লি-হরিয়ানা সীমান্তের সিঙ্ঘু এলাকা।

গণমাধ্যম জানায়, দুপুরের পর প্ল্যাকার্ড আর পতাকা নিয়ে ঘটনাস্থলে জড়ো হন ২শ’র বেশি মানুষ। নিজেদের স্থানীয় বাসিন্দা দাবি করে এবং বিক্ষোভের কারণে দৈনিক আয় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে কৃষকদের এলাকা ত্যাগ করতে বলেন তারা। বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার অভিযোগও আনা হয়। কৃষকরা পিছু হটতে অস্বীকৃতি জানালে হয় সংঘাত-সংঘর্ষ। পাথর ছোঁড়া থেকে শুরু করে ধারালো অস্ত্র নিয়েও হামলা চালায় অনেকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জব্দ করে ধারালো অস্ত্র। এ ঘটনায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়।

Exit mobile version