Site icon Jamuna Television

মেক্সিকোয় ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু অব্যাহত

মেক্সিকোয় ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু অব্যাহত

প্রতিদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও প্রাণহানিতে চরম সংকটে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। যেখানে টিকা প্রয়োগেও বাগে আনা যাচ্ছে না করোনার গতি-প্রকৃতি। একদিনেও প্রায় দেড় হাজার মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সাথে নতুন করে হানা দিয়েছে ১৬ হাজার মানুষের শরীরে। তবে তুলনামূলক পিছিয়ে রয়েছে সুস্থতার হার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৪১ হাজার ৮৯৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৪৩৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনে ঠেকেছে।

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১০ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় অনেক বেশি।

অপরদিকে, বেঁচে ফেরার হার ৯০ শতাংশ। যার সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ৯০৬ জন।

Exit mobile version