Site icon Jamuna Television

মিয়ানমারে অভ্যুত্থানের ইঙ্গিত

মিয়ানমারে অভ্যুত্থানের ইঙ্গিত

মিয়ানমারে অভ্যুত্থান শঙ্কার মধ্যেই দেশটির সরকারকে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানালো জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন’সহ বেশ কিছু দেশ। শুক্রবার দেশটিতে অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাস যৌথভাবে এ সংক্রান্ত বিবৃতি দেয়।

গেলো বুধবার ভোট কারচুপির অভিযোগ উপেক্ষিত হলে প্রয়োজনে সংবিধান বাতিল ও অভ্যুত্থানের হুমকি দেন মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ- মিন অং লাইং। পরদিনই নির্বাচনের ফল নিয়ে জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটির নির্বাচন কমিশন।

এরপরই সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে শুরু হয় কানাঘুষো। এ অবস্থায় পার্লামেন্ট অধিবেশন সামনে রেখে, নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী নেইপিদোর গুরুত্বপূর্ণ সব এলাকায়। পরিস্থিতির সূত্রপাত নভেম্বরের সাধারণ নির্বাচনকে ঘিরে। এতে নিরঙ্কুশ জয় পেয়ে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা পোক্ত করে অং সান সু চি’র দল। বিশাল ব্যবধানে পরাজয়ে ক্ষুব্ধ হয় প্রভাবশালী সেনাবাহিনী। অর্ধশতকের সামরিক শাসন শেষ হওয়ার ১০ বছর চলছে মিয়ানমারে।

Exit mobile version